বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি সাংবাদিকের বিরুদ্ধে ভারতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং তাঁর মা সোনিয়া গান্ধী সম্পর্কে ভুয়া খবর প্রচারের অভিযোগে দেশটিতে বাংলাদেশি এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ ও সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের অভিযোগে বাংলাদেশের সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী এবং অদিতি নামে ভারতীয় এক নারী সংবাদকর্মীর বিরুদ্ধে মামলাটি হয়েছে।
বাংলাদেশি সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী ব্লিটজ ম্যাগাজিনের সম্পাদক। অন্যদিকে ভারতীয় সংবাদকর্মী অদিতি ঘোষ জয়পুর-ভিত্তিক ‘দ্য জয়পুর ডায়ালগস’-এর সঙ্গে যুক্ত আছেন। ওই নিউজ পোর্টালে সংবাদটি প্রকাশিত হলে অদিতি এটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক রাজ্য কংগ্রেস কমিটির আইনি ইউনিটের কো-অর্ডিনেটর জি শ্রীনিবাসের অভিযোগের ভিত্তিতে হাই গ্রাউন্ডস থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে—সালাহউদ্দিন শোয়েব চৌধুরী গত ২৩ আগস্ট এক্স মাধ্যমে একটি লেখা পোস্ট করে দাবি করেছিলেন, সোনিয়া গান্ধী ভারতে বিয়ে করলেও খ্রিষ্টান ছিলেন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট তিনি। এ ছাড়া সোনিয়ার ছেলে রাহুল গান্ধী লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেন শোয়েব। রাহুলের বিরুদ্ধে এক নারীকে যৌন নিপীড়নেরও অভিযোগ করেন।
শ্রীনিবাস বলেছেন, সোনিয়া ও রাহুল গান্ধীর সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে এমন ভুয়া খবর ছড়ানো হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team