শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

টানা ৩ দিনের কর্মসূচি দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ ও ১৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং ১৬ আগস্ট সাম্প্রতিক ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি দোয়া এবং মিলাদ মাহফিল।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM