শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আ স ম রবের রিসোর্টে অভিযান, অবৈধভাবে আটকে রাখা কুমির উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের পাখির স্বর্গ রিসোর্টে অভিযান চালিয়ে নোনা পানির কুমিরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে পাখির স্বর্গ রিসোর্টে একটি অবৈধ কুমির রয়েছে। কুমিরটির বয়স আনুমানিক বিশ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ ও নেচার (সোয়ান) এর সদস্যরা কুমিরটি উদ্ধার করেন।

গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনা পানির কুমির কোথাও রাখা যাবে না। আমরা এখান থেকে যে কুমিরটি উদ্ধার করেছি এটি নোনা পানির কুমির, যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। উদ্ধার করা কুমিরটি গাজীপুর সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দিবো বলেও জানান তিনি।

সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) এর প্রধান আদনান আজাদ বলেন, আমরা যখন জানতে পারি বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা হয়েছে। পরে বিষয়টি খোঁজ খবর নিয়ে বন বিভাগকে অবগত করি। আজকে তাদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়েছে।

তিনি বলেন, অভিযান শুরুর সময় আ স ম আবদুর রব সাহেবের স্ত্রী আমাদের সঙ্গে কথাও বলেন। যেহেতু অনুমোদন নেই, তাই বন বিভাগ কুমিরটি নিয়ে যাচ্ছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team