রবিবার | ২৫ মে, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

সিরিজ সেরা মিরাজের সফলতার রহস্য

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ার শুরু করেছিলেন বোলিং অলরাউন্ডার হয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেহেদি হাসান মিরাজ বুঝিয়ে দিয়েছেন, ব্যাট কিংবা বল তার কাছে অসম্ভব নয় কিছুই। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রাইসিস ম্যানের ভূমিকাতে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পতনের পর বাংলাদেশকে ম্যাচে ফেরাতে রেখেছিলেন বড় ভূমিকা।

প্রথম টেস্টেও মিরাজ ছিলেন অনবদ্য। যদিও তা ঢাকা পড়ে যায় মুশফিকুর রহিমের ১৯১ রানের আরেকটি মাইলফলকের সামনে। তবে ধারাবাহিকতার পুরস্কার মিরাজ পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতে। চাপের মুখে থেকেও দারুণ ক্রিকেট খেলেই হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়।

খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের ক্রিকেট নিয়ে মিরাজ বলেন, ‘আসলে কাজটা একদমই সহজ নয়। আমি সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমি চিন্তা করতে চেয়েছি ইতিবাচকভাবে, কখনও নেতিবাচকভাবে চিন্তা করিনি। নেতিবাচক চিন্তা করলে হয়ত এখানে ভালো করতে পারতাম না। আমি চেষ্টা করেছি সবসময় আত্মবিশ্বাসী থাকতে।’ এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM