সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক কসোভান নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্ক। খবর রয়টার্সের।

এমআইটি জানিয়েছে, গত ৩০ আগস্ট কসোভান নাগরিক লিরিডন রেক্সহেপিকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করা হয়। তুরস্কে কর্মরত মোসাদ কর্মীদের কাছে তহবিল স্থানান্তর করার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে এমআইটি বলেছে, ২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকে রেক্সহেপিকে নজরদারিতে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে কসোভো থেকে তুরস্কে মোসাদের এজেন্টদের কাছে অর্থ স্থানান্তর সহজতর করার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রেক্সহেপির স্থানান্তরিত তহবিল সিরিয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও ড্রোন-সম্পর্কিত অভিযান সমন্বয়ের জন্য ব্যবহৃত হতো।

রেক্সহেপি তুরস্কে তহবিল স্থানান্তর করার জন্য ক্রিপ্টোকারেন্সির মতো অর্থ স্থানান্তর পরিসেবা ব্যবহার করতেন। চলতি বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্ক। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM