নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। এ ছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি রেজাউল হককে নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
একে