সোমবার | ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির অনুকরণ করলেন শান্ত

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ২০২২ সালে তার স্বপ্নের বিশ্বকাপ শিরোপা জেতেন। সেই রাতে ট্রফি নিয়েই ঘুমান ফুটবলের এই মহাতারকা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সেই ছবি ভাইরাল হয়ে যায়। এবার তাকে অনুকরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শক্তিশালী পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াস করেছে টাইগাররা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ট্রফি নিয়েই ঘুমান অধিনায়ক শান্ত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন তিনি। এর ক্যাপশনে শান্ত লেখেন, ‘শুভ সকাল।’

বাংলাদেশের অধিনায়কের এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটভক্তরা।

ছবির কমেন্টেসে এক ক্রিকেটভক্ত লিখেছেন, ‘জিরো পারফর্মমেন্স, শতভাগ সেলিব্রেশন।’

আরেক জন লিখেছেন, ‘মাইনষে ওয়াল্ড কাপ জিতে এভাবে ছবি ছাড়ে, এই বেচারা একটা সিরিজ জিতে এই অবস্থা?’

অপর এক ক্রিকেটভক্ত লিখেছেন, ধুর! একটা দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি নিয়ে এই আইকনিক সেলিব্রেশন বেমানান। তবে অনেকে শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

একে

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team