নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনীতিক ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আক্তারুজ্জামান এই আদেশ দেন।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আদালতে আনা হয় হাজী সেলিমকে।
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে হাজী সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন হাজী সেলিম।
গত রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন হাজী সেলিম। সোমবার (২ সেপ্টেম্বর) এই আওয়ামী লীগ নেতাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত।
একে