শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় সাংবাদিককে কুপিয়ে-গুলি করে হত্যাচেষ্টা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, মনিরুজ্জামান পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এ সময় শ্রীরামপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা মনিরকে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের কোনো তৎপরতা না থাকায় সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামানকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, মনিরুজ্জামানের হাতে এবং পায়ে গুলি লেগেছে, মাথায়ও গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team