নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ সেপ্টেম্বর) মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলীর সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিএনপি সরকারের আমলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তত ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ আসে।
অভিযোগে বলা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। পরে ২০১৮ সালের মার্চে এ অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধানের অংশ হিসেবে ২০২০ সালে দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়।
একে