নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি নিযুক্ত হয়েছেন রানা ফ্লাওয়ার্স। তিনি শিশু স্বাস্থ্য ও পুষ্টি, পানি এবং শিশু অধিকার সুরক্ষাসহ শিশুদের জন্য আবশ্যক সামাজিক সেবাসমূহের মানোন্নয়নে ইউনিসেফের কর্মতৎপরতায় কৌশলগত নেতৃত্ব দেবেন।
বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে রানা ফ্লাওয়ার্স তার পরিচয়পত্র দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, গত ৫ অগাস্ট বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান রানা ফ্লাওয়ার্স।
জলবায়ু সংকট, কিশোর বিচার ব্যবস্থা এবং তরুণদের ভালো কাজ পাওয়ার জন্য দক্ষ করে তুলতে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে গতি সঞ্চারের মতো ক্ষেত্রগুলোতেও পরিবর্তন আনতে তিনি দিকনির্দেশনা দেবেন।
রানা ফ্লাওয়ার্স বলেন, “এখন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত অসংখ্য শিশু, তরুণ ও তাদের পরিবারগুলোর কথা সব সময় আমার মনে রয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের কথাও আমি মনে রেখেছি।”
অস্ট্রেলিয়ার নাগরিক ফ্লাওয়ার্সের আন্তর্জাতিক উন্নয়ন, শিশু উন্নয়ন ও পলিসি অ্যাডভোকেসিতে ৩৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি চীন, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও বেলিজে ইউনিসেফের প্রতিনিধি ছিলেন। এমএফ