মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি: বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির ১০ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এর আগে, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, দুধখালী ইউনিয়নের এওজ বাজারে একটি চায়ের দোকানে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিগত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা উঠে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসীন আকনের সাথে বিএনপি নেতা শাহীন মুন্সির বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মহসীন আকন ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে শাহীন মুন্সি ও তার নেতাকর্মীদের উপর হামলা করে। এতে শাহীন মুন্সি, কামরুল মুন্সি, সেলিম মুন্সি, আনোয়ার মুন্সি, আলম মুন্সি, ইয়াসিন, পান্নু মুন্সি, মারুফ মুন্সি, সাইফুল মুন্সি, রাফিত মুন্সি, জুবায়ের মুন্তিসহ ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পান্নু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী জুবায়ের মুন্সি বলেন, আমরা কিছু পরিবার বিএনপি করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমরা এঘটনার বিচার দাবি করি। এরা মাদারীপুরের সাবেক এমপি শাজাহান খানের লোক। এখনো তারা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে, যাতে আমরা কোনও মামলা না করি।
তবে ঘটনার পর থেকে দোষীরা এলাকা থেকে কিছুটা গা-ঢাকা দিয়েছে। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। যারা দোষী তাদের বিষয় ব্যবস্থা নেয়া হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team