শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, কমিশনার ও সচিবকে পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার দুপুরে আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই আলটিমেটাম দেন।
হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে।
একই সঙ্গে সরকারি দপ্তর ও কমিশনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক কর্মকর্তা নিয়োগ করার কথা জানিয়ে হাসনাত লিখেছেন, আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলার পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই তোপের মুখে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া অনেকে পদত্যাগ করছেন। পরিস্থিতি সামাল দিতে এনএসআই, পুলিশ, আনসার, সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ বাহিনীতে বিতর্কিত কর্মকর্তাদের বরখাস্ত ও পদায়নের ঘটনা ঘটেছে।
এরই মধ্যে তোপের মুখে থাকা দুদকের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারে নির্দেশনার জন্য অপেক্ষা করবেন তাঁরা। তবে আজ মঙ্গলবার পর্যন্ত কমিশনে পদত্যাগের কোনো ঘটনা ঘটেনি।
দুদকের একজন কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকারের মর্জির ওপর নির্ভর করছে তাঁদের স্বপদে বহাল থাকা না থাকার বিষয়টি। এই সরকার চাইলে নিজেদের কাজ চালিয়ে যাবেন তাঁরা, না চাইলে পদত্যাগে আপত্তি নেই।
দুদকের একটি সূত্র জানায়, কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত না পেলে পদত্যাগ করবেন তাঁরা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team