বিনোদন রিপোর্ট: টলিউডের বড় ক্যানভাস স্বস্তিকা মুখার্জির প্রেমে ডুবে গান বাঁধলেন কলকাতার তরুণ সংগীতশিল্পী অভিষেক চক্রবর্তী! যে গানের মাধ্যমে একরকমের প্রেমের প্রস্তাবও দিয়ে বসলেন। আর সেই গল্পটাই গানচিত্র হয়ে এখন ভাসছে দর্শক-শ্রোতাদের সোশ্যাল হ্যান্ডেলে। গানটির নাম ‘স্বস্তিকার গান’। যাতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে পাওয়া গেছে খোদ দুই শিল্পীকে!
২৬ জুলাই প্রকাশিত এই গানচিত্রে স্বস্তিকাকে পাওয়া গেছে দারুণ খোশ মেজাজে। সম্ভবত নাটক-সিনেমার দীর্ঘ অভিনয় জীবনে এবারই প্রথম কোনও স্বাধীন গানচিত্রে মডেল হয়ে ধরা দিলেন অভিনেত্রী।
গানটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সম্প্রতি এক ভিডিও আড্ডায় অভিনেত্রী জানান, একটি গানের আসরে গিয়ে প্রথম গান ও নাম শোনেন অভিষেক ও তার বন্ধুদের। গানগুলো তার মনে ধরেছিলো। সেখানেই পরিচয় অভিষেকের সঙ্গে। এরপর মূলত এই গানটির জন্ম এবং এতে অভিনয় করবার বিষয়ে স্বস্তিকার সম্মতি পান অভিষেক।
অনেক বড় বড় সিনেমা, ওটিটি’র ভিড়ে কেন স্বস্তিকা গানচিত্রটির জন্য সময় বের করলেন? এমন প্রসঙ্গে স্বস্তিকা বললেন, ‘দেখুন আমরা বেশিরভাগ মানুষই বড় হলে অতীতটা ভুলে যাই। মনে রাখি না, আমিও একটা সময় নতুন ছিলাম। একটা সময় আমিও অনেক বড় মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে রিজেক্ট হয়েছি। সুযোগ পাইনি খুব সহজে। আমি বরাবরই কোনও তরুণের কাছ থেকে কাজের প্রস্তাব পেলে প্রথমত সেই বিষয়টি মাথায় রাখি। এরপর কনটেন্ট নিয়ে ভাবি। এ ক্ষেত্রেও তাই হয়েছে। আমি চেয়েছি গানটির যে ক্রিয়েটর, তার স্বপ্নটাকে বাস্তবে তুলে ধরতে। এবং অবশ্যই গানটি এবং এর ভিডিও পরিকল্পনা আমার খুবই ভালো লেগেছে।’
স্বস্তিকা মুখার্জি গত প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন ব্যক্তিগত কাজে। সেখান থেকে এই গানের গল্পের বাইরে খুব ভেবেছেন বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়েও। দিয়েছেন বড়সড় এক মনপোড়ানো প্রতিক্রিয়া। এর বাইরে সম্প্রতি হইচই-এ মুক্তি পাওয়া সিরিজ ‘বিজয়া’র সুবাদেও দারুণ প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী।