শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

শিশু কল্যাণ প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: শিশু কল্যাণ ট্রাস্টের আওতাধীন পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরকালীন ভাতা চালু ও পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাইসহ পরিচালকের অপসারণের দাবিতে নানা স্লোগান দেন।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সায়মা খন্দকার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত সমগ্র বাংলাদেশের ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। অদ্যবধি উক্ত বিদ্যালয় গুলো থেকে ১১৫ জন শিক্ষক ও কর্মচারী অবসরে গেছেন কিন্তু কোন ধরণের অবসরকালীন ভাতা প্রাপ্য না হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবার সহ যারা জীবিত আছেন তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তিনি আরও বলেন, ইতি পূর্বে শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বাশারের নৌ ও পরিবহন মন্ত্রনালয় বদলি হলেও আওয়ামী লীগের ছত্র ছায়ায় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রির আস্থাভাজান থাকায় উক্ত আদেশ বাতিল করে শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালকের দায়িত্বে বহাল থাকেন। যে সকল শিক্ষক ও কর্মচারীগণ নিজেদের অধিকার রক্ষার্থে পরিচালকের সাথে যোগাযোগ করেছেন তাদেরকে অন্যায়ভাবে এক বিভাগ থেকে অন্য বিভাগে শাস্তিমূলক বদলি করেছেন এবং শিক্ষকদের চাকরি থেকে ছাটাই ও বিদ্যালয়ে পূর্ব নোটিশ ব্যতিত অনেকের বেতন স্থগিত রেখেছেন বলেও অভিযোগ করেন এই সভাপতি।

পরিচালকের পদত্যাগ দাবি করে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তরিকুল ইসলাম বলেন, আমাদের যে তিনটি দাবি আছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তা যদি কর্তৃপক্ষ মেনে নেন তাহলে শান্তিপূর্ণ আন্দোলন থেকে আমরা চলে যাবো। দাবি মানা না হলে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তিনি।

এ সময় বিক্ষোভ সমাবেশে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শতাধিক শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM