শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাপসী পান্নু’র ‘খেল খেল মে’নিয়ে আশান্বিত অভিনেত্রী

বিনোদন ডেস্ক: আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে অভিনেত্রী তাপসী পান্নু’র ‘খেল খেল মে’ সিনেমাটি। এতে তিনি অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে হাজির হবেন। এমন খবরের মাঝে গত ৯ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।
পরিচালক জয়প্রদ দেশাই পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছেন তাপসী। অনেকেই বলছেন, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ সিনেমার পুরোনো স্বাদ ফিরে পেয়েছেন দর্শকরা। শুধু তাই নয়, সিনেমাটিতে তাপসীর অভিনয় এবং রানি চরিত্রে তার সাহসী উপস্থিতির প্রশংসাও করছেন তার সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রবোদ্ধা ও নেটিজেনরা।
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘ভালো লেগেছে। তাপসী বরাবরের মতোই অসাধারণ! যা আমি কখনো কল্পনা করতে পারি না।’ ভিকি কৌশল সিনেমাটির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘এটি আবার দেখুন! প্রথম অংশ থেকে প্লট টুইস্ট, রোমান্স এবং রোমান্সের উপাদানগুলি বাড়তে থাকে। একটি মজার সিনেমা। এটি মিস করবেন না!’
এদিকে সিনেমাটির এমন সাফল্যের মাঝেই তৃতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন তাপসী। তিনি বলেন, ‘সিক্যুয়েল করা সবসময়ই কঠিন। কারণ প্রথমটি কোনো প্রত্যাশা ছাড়াই আসে এবং সেটি যদি দর্শক পছন্দ করে, তাহলে পরেরটার জন্য প্রত্যাশা আরো বেড়ে যায়। এই প্রত্যাশা পূরণ করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি আনন্দিত, দর্শক এবারের ছবিটিকে প্রথম পর্বের চেয়েও বেশি পছন্দ করেছে। মনে হচ্ছে আমি সফল। আর তাই তৃতীয় পর্বের জন্য তৈরি হতেই পারি!’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team