শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

ডিএমপির থানাসমূহে কমলো পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে থানায় পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তারা হলেন– ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) এবং পরিদর্শক (অপারেশন)। তবে জনবল সংকটের কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানায় একজন করে পরিদর্শক কমিয়ে দেওয়া হয়েছে। পরিদর্শক (তদন্ত) অতিরিক্ত হিসেবে অপারেশনের দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে ২৪ থানায় পরিদর্শক পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি থানায়ও পদায়ন করা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকে দায়িত্ব পালন করা পরিদর্শক (তদন্ত) এবং পরিদর্শক (অপারেশন) পদমার্যাদার সব কর্মকর্তাকে সম্প্রতি থানা থেকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া ৫০ থানার ওসিকে বদলি করে দেওয়া হয় নতুন নিয়োগ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ডিএমপির থানায় পদায়ন করার মতো পরিদর্শক পদমর্যাদার জনবল এখনও পর্যাপ্ত পাইনি। যে কারণে তদন্তের পাশাপাশি একজন পরিদর্শকই অতিরিক্ত হিসেবে অপারেশনের দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশনস) ইসরাইল হাওলাদার বলেন, এটি স্থায়ী কিছু নয়। আপাতত পরিদর্শক যা আছে, তাদের মধ্য থেকে থানায় দায়িত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পদায়ন করা হবে। পদ যেহেতু আছে, তা শূন্য থাকবে না।

ইতোমধ্যে ঢাকার বাইরে থেকে একাধিক পরিদর্শককে ডিএমপিতে বদলি করে আনা হয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের সময় যারা দীর্ঘদিন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত ছিলেন, তাদের এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যারা ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত ছিলেন, তাদের পাঠানো হচ্ছে ঢাকার বাইরে পুলিশের বিভিন্ন ইউনিটে।

তদন্তের গুণগত মান নিশ্চিত করা না গেলে অপরাধীদের আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় না। তদন্তের দুর্বলতাসহ নানা কারণে খালাস পেয়ে যায় আসামি। এমন পরিস্থিতিতে ২০১০ সালে পরিদর্শক (তদন্ত) পদ সৃষ্টি করা হয়েছিল। তার মূল দায়িত্ব মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়। থানায় মামলা রুজু হলে তিনি কিছু মামলার তদন্ত নিজে গ্রহণ করতে পারেন, এ ছাড়া এসআই দিয়ে করাবেন।

পদ সৃষ্টির পর প্রথমে ডিএমপির থানায় পদায়ন শুরু হয়। পর্যায়ক্রমে দেশের সব থানায় পদায়ন করা হয়। অবশ্য এর আগে থেকেই থানায় ‘সেকেন্ড অফিসার’ পদ ছিল। এই পদে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। পরিদর্শক (তদন্ত) পদ সৃষ্টির পরও ‘সেকেন্ড অফিসার’ পদ ছিল। তবে ২০১৫ সালে সব থানা থেকে ‘সেকেন্ড অফিসার’ পদ বাতিল করে পরিদর্শক (অপারেশন) পদ সৃষ্টি হয়। অর্থাৎ থানায় এখন দায়িত্ব পালন করেন একজন ওসি এবং দু’জন পরিদর্শক। ওসিও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা। অধীনদের সার্বিক পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণের সার্বিক দায়িত্বও তাঁর। পরিদর্শকের (অপারেশন) কাজ সদস্যদের ডিউটি বণ্টন ও তদারকি, ফোর্স ব্যবস্থাপনা, ফোর্সের কল্যাণ, ছুটিসহ বিভিন্ন রেজিস্ট্রার কার্যক্রমের দায়িত্ব পালন করা। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM