বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

ফারুককে অভিনন্দন জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের সবচেয়ে বড় সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদকে শুভেচ্ছা জানানো হয়েছে।

একজন সাবেক ক্রিকেটারকে দেশের ক্রিকেটের সর্বোচ্চ পদে দেখে খুশি ডব্লিউসিএর চেয়ারম্যান হিথ মিলস। বিসিবির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে ডব্লিউসিএ বলেছে, ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিসিবি সভাপতি হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় ক্রিকেট খেলেছেন ফারুক। তাছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রথম সভাপতি ছিলেন তিনি। তাকে নিয়ে ডব্লিউসিএ বলেছে, ‘একজন সাবেক ক্রিকেটার এবং কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতিকে বাংলাদেশের ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পাওয়া দারুণ।’

এসময় কোয়াব নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ডব্লিউসিএ। বর্তমানে সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয় কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না। তাই গুরু দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

ডব্লিউসিএ ফারুক আহমেদকে লেখা চিঠিতে জানিয়েছে, ‘দেবব্রত পাল ও কোয়াব ডব্লিউসিএর খুব গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার।’ বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পর্ক আরও জোরদার করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ডব্লিউসিএ।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM