নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ও জাহাঙ্গীরনগসহ (রাবি) আরও তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বসানো হয়েছে। অন্য তিন বিশ্ববিদ্যালয় হল- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় এই পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য বসানোর বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িক দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সালেহ হাসান নকীব, যিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাময়িক উপাচার্য করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে।
শেকৃবির উপাচার্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফকে। তাকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদকে চার বছরের জন্য উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইসমাইলকে নোবিপ্রবির উপাচার্য করা হয়েছে। তাকেও চার বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যসহ শীর্ষ স্থানীয় পদধারীরা পদত্যাগ করেছেন, যারা আওয়ামী লীগ সরকারের আমলে এসব পদে বসেছিলেন। এরই মধ্যে শূন্য থাকা পদগুলো পূরণ করা শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
একে