রবিবার | ২৫ মে, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

কলকাতার মেন্টর হচ্ছেন সাঙ্গাকারা!

স্পোর্টস ডেস্ক: আইপিএলে বর্তমানে রাজস্থান রয়্যালসের হেড কোচ ও ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন কুমার সাঙ্গাকারা। তবে আসন্ন আসরে দল বদলাতে পারেন এই লঙ্কান কোচ। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যেই দলটির মেন্টর হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি, এমনটাই বলছে ভারতের গণমাধ্যম।

চলতি বছরেই হবে আইপিএলের মেগা নিলাম। সেই মেগা নিলামকে সামনে রেখে দলগুলোর চোখ সব তারকা এবং তরুণ উঠতি ক্রিকেটারদের দিকে। কোনও দলের চোখ কোচিং স্টাফের দিকে। ইতোমধ্যেই জানা গেছে, আগামী আসর থেকে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচ হতে যাচ্ছেন ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়।

ভারত জাতীয় দলে দ্রাবিড়ের জায়গায় হেড কোচ হিসেবে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে থেকে ২০২৪ আইপিএল জেতানো গৌতম গম্ভীর। ফলে জায়গা খালি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে।

ভারতীয় মিডিয়ায় গুঞ্জন, রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নন লংকান কিংবদন্তী সাঙ্গাকারা। ২০২১ সাল থেকে রাজস্থান দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন শ্রীলঙ্কাকে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাঙ্গাকারা।

মিডিয়ার দাবি, কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের পদে পরবর্তী আসর থেকে দেখা যেতে পারে সাঙ্গাকারাকে। তবে এখনো নিশ্চিত নয় কিছুই। এই ব্যাপারে সাঙ্গাকারা কিছুই জানাননি।

এদিকে গম্ভীরের সঙ্গে ভারত জাতীয় দলে যোগ দিয়েছেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাটে। সাঙ্গাকারাকে মেন্টর পদে নিয়োগ দেয়ার পর এই দুটো খালি জায়গা নিয়েও ভাবতে হবে তিনবারের শিরোপাজয়ীদের।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM