নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের সম্পদের হিসাব ১০ দিনের মধ্যে জমা দানের নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ অন্যদের বিচারের আওতায় আনা হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে এই আগস্ট গণহত্যার তদন্ত করে বিচার করা হবে। এ জন্য প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
তিনি উচ্চ আদালতে বিচারক ও আইন কর্মকর্তা নিয়োগের বিষয়ে বলেন, তাড়াহুড়ো করে অনেক নিয়োগ দেয়া হয়েছে। এতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে তা সংশোধন করা হবে।
তবে, প্রধান বিচারপতি একজন জ্ঞানী ও সম্মানিত পরিবারের সদস্য। তার নিয়োগ দেখেই বোঝা যায় আমরা কোন বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি।