নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী সুপর্ণা দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। সুবর্ণা দাস বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখী এলাকার শ্যামল দাসের মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখী এলাকার নিজ বাসভবনে গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। বাবা-মার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনা ঘটলেও পরিবার থেকে থানায় কেউ কিছু জানায়নি। আমরা ওই ছাত্রীর বাসভবনে গিয়ে তালাবদ্ধ পাই। তবে প্রাথমিকভাবে বুঝতে পেরেছি বাবা-মার সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ছাত্রী।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুপর্ণা নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে তার পরিবার উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একে