আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার ওপর পাশাপাশি হাঁটু গেড়ে বসলেন তিন সেনা। তাদের হাত মাথার পেছনে। কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়লেন সবাই। একেবারে অসাড়। কোনো নড়াচড়া নেই। ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে এমন চিত্রই ধরা পড়েছে। আশপাশে থাকা রুশ সেনারা তাদের হত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে।
ভিডিওটি সিএনএনের হাতে এসেছে। সেটি ধারণ করা হয়েছিল গত আগস্ট মাসের শেষের দিকে-পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে। সেখানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। ভিডিওতে যে তিন সেনাকে দেখা যাচ্ছে, তারা ইউক্রেনীয়।
গত বছরের নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত সিএনএনকে এমন ১৫টি ঘটনার তালিকা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রগুলো। বেশির ভাগ ঘটনাই ড্রোন থেকে ধারণ করা বা অডিও ক্লিপ থেকে পাওয়া।
সূত্রগুলো বলছে, যুদ্ধের সম্মুখসারিতে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের বন্দী না করে হত্যা করছেন রুশ সেনারা। চলতি বছর এমন হত্যাকাণ্ড বেড়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কস্তিন সিএনএনকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এমন ২৮টি ঘটনা তদন্ত করছে তার কার্যালয়। এসব ঘটনায় মোট ৬২ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে। এমনই একটি ঘটনা পোকরোভস্কে ওই তিন সেনাকে হত্যা।
আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের হত্যার ঘটনাগুলোকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কস্তিন। সিএনএনকে তিনি বলেন, যুদ্ধে কোনো সেনা যদি আত্মসমর্পণ করেন; তখন তাদের হাতে কোনো অস্ত্র না থাকে। তারপরও তাদের হত্যা করাটা যুদ্ধাপরাধ।
একে