স্পোর্টস ডেস্ক: ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থানে আছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিরাট কোহলি। ২০২৩-২৪ মৌসুমে ৬৬ কোটি রুপি কর দিয়েছেন তিনি।
এই তালিকার দুইয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি। তিন নম্বরে জায়গা করে নিয়েছেন শচীন টেন্ডুলকার। সিনিয়রদের সঙ্গে আছেন দুজন তরুণ ক্রিকেটারও। আর হার্দিক পান্ডিয়া ও রিশাভ পন্ত যথাক্রমে ১৩ ও ১০ কোটি রুপি আয়কর দিয়েছেন।
ভারতীয় ব্যবসাভিত্তিক ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
ঐ প্রতিদেবন অনুযায়ী, সর্বোচ্চ করদাতাদের এই তালিকার শীর্ষে আছে বিরাট কোহলির নাম। কর মূলত আয় ও ব্যয়ের ওপর ভিত্তি করে দেয়া হয়। ক্রিকেট, বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি,
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটসহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে থাকেন বিরাট।
কর প্রদানকারীদের এই তালিকার দুইয়ে অবস্থান ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। চার বছর আগে খেলা ছাড়লেও বিজ্ঞাপন, বাণিজ্যিক সব চুক্তি থেকে এমএসডি যে মোটা অঙ্ক আয় করেন তাতে কোনো সন্দেহ নেই। আর গেল ২০২৩-২৪ মৌসুমে ৩৮ কোটি রুপি আয়কর দিয়েছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ কর দিয়েছেন শচীন টেন্ডুলকার। মূলত বাণিজ্যিক চুক্তি, ব্যবসা আর বিজ্ঞাপনই লিটল মাস্টারের আয়ের উতস। কিংবদন্তি এই ব্যাটসম্যান কর দিয়েছেন ২৮ কোটি রুপি।
তালিকার চারে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। বার্ষিক আয়ের ওপর ২৩ কোটি রুপি কর দিয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়করের এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া ও রিশাভ পন্ত। ১৩ ও ১০ কোটি আয় কর দিয়ে ভারতের সর্বোচ্চ করদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার। যদিও ভারতের সর্বোচ্চ করদাতা অ্যাথলিটদের তালিকায় নেই অন্য ডিসিপ্লিনের কেউই।
একে