শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম : মায়ের ডাক’ সংগঠন

গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের ডাক’ সংগঠন।

বুধবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, ‘আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।’একইসঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।

এর আগে রোববার (১১ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিল সংগঠনটি। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আয়না ঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধানে দ্রুত একটি কমিশন গঠন করার দাবি জানান তারা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team