সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফ্রান্সে লক্ষাধিক মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন ১ লাখের বেশি মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে মধ্য ডানপন্থী রাজনীতিবিদ মিশেল বার্নিয়েকে নিয়োগ দেয়ায় তারা এ বিক্ষোভে নেমেছেন। খবর বিবিসি

ফ্রান্সে কয়েক মাসে আগে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে এ নির্বাচনে বামপন্থী ডল নিউ পপুলার ফ্রন্স (এনপিএফ) সবচেয়ে বেশি আসন পেয়েছিল।

এ অবস্থায় বিক্ষোভে অংশ নেয়া ট্রেন ইউনিয়ন এবং এনপিএফ দলের কর্মীদের দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাদের প্রস্তাবিত ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের সাবেক ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বলেন, তিনি সকল রাজনৈতিক দল নিয়ে একটি পরিপূর্ণ সরকার গঠন করবেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শনিবার (৭ সেপ্টেম্বর) প্যারিসে ২৬ হাজারসহ দেশব্যাপী ১ লাখ ১০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে বিক্ষোভকারীদের একজন জানিয়েছেন বিক্ষোভে ৩ লাখ মানুষ অংশ নেয়।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM