সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

স্বৈরাচারের অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সভায় এ অভিমত ব্যক্ত করেন তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের অব্দুল বাছিত আজাদ, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় নেতারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত এবং পতিত স্বৈরাচারের অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষ্যে সবাইকে ময়দানে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের ওপর নজর রাখার নির্দেশনাকে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক উসকানি হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM