বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

বদলি হিসেবে নেমে পর্তুগালকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পথেই এগোচ্ছিল পর্তুগাল। তবে বদলি হিসেবে নেমে দলকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল।

লিসবনে রোববার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। শুরুতে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে দ্বিতীয় হাফে দুই গোল করে জয় পায় পর্তুগাল।

সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন ম্যাকটোমিনে। প্রথমার্ধে কেবল এই একটি শটই লক্ষ‍্যে রাখতে পারে সফরকারীরা। তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। প্রত্যাশিত গোল আসে দ্বিতীয় হাফে।

৫৪তম মিনিটে রাফায়েল লিয়াও’র কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। জন্মদিনের দিন গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদো। আর ম্যাচ শেষের আগে তিনিই ব্যবধান গড়ে দেন।

ম্যাচের ৮৮তম মিনিটে নুনো মেন্ডেসের ক্রস ছুটে গিয়ে বল জালে পাঠান রোনালদো। যা তার ৯০১তম গোল। তার পাশাপাশি সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে গোল পেলেন আল নাসরের এই তারকা। ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠে ছাড়ে পর্তুগাল।

এই গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হয়ে গোল করেছেন লুকা মদ্রিচ।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM