মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

বেনাপোল- মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

গত ১৮ জুলাই থেকে ৩১ জুলাই মোট ১৩ দিন বেনাপোল, খুলনা, মোংলা কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিলো। এরপর ১ আগস্ট ট্রেনটি চালু করা হলেও দুদিন পর আবার বন্ধ হয়ে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ ১১ আগস্ট নতুন করে ঘোষণা দেন বেতনা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলাচল করবে।

সেই ট্রেন আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দেয়।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১ আগস্ট ট্রেন চলাচল শুরু হয়। দুদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। সেখান থেকে ১১ দিনের মাথায় বুধবার আবার বেনাপোল-খুলনা-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হলো।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM