নিজস্ব প্রতিবেদন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মো. ইলিয়াস (২০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে ছাত্রজনতা। পরে তাকে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মো. ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক স্কুলছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সিএনজিচালক ইলিয়াস গাড়ি নিয়ে এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলন। স্কুল ছুটির পর এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করলে ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের ছাত্র-জনতা এসে ইলিয়াসকে আটক করে গলায় ‘ইভটিজার’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়। পরে কর্তব্যরত নৌবাহিনীর হাতে তুলে দেয় তাকে।
এ সময় স্থানীয় জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ এম উচ্চ বিদ্যালয় শাখার সমন্বয়ক তামজিদ উদ্দিন এবং মোহাইমেনুল ইসলাম আরমান উপস্থিত ছিলেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ সাংবাদিকদের বলেন, এ নামের কাউকে আমাদের কাছে দেওয়া হয়নি।