রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

মানুষ মোদিকে আর ভয় পায় না: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পাচ্ছে না এমনটাই জানালেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকার ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল এমন মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না। আরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শগত দূরত্বের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা। আর আমরা মনে করি ভারত হল বহু ধারণার সমন্বয়।’

লোকসভা ভোটের প্রচারে বার বার দেশের সংবিধানকে রক্ষা করার কথা জানিয়েছিলেন রাহুল। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সংবিধানকে তুলে ধরেছিলাম। মানুষ বুঝতে পেরেছিল, আমি কী বলতে চেয়েছিলাম।’

প্রসঙ্গত, তিন দিনের সফরে আমেরিকা গিয়েছেন রাহুল। রাহুলের সঙ্গে রয়েছেন ‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও। ডালাসে রায়বরেলীর কংগ্রেস সাংসদের প্রশংসা করে পিত্রোদা বলেন, ‘রাহুল পাপ্পু নন, তিনি এক জন উচ্চশিক্ষিত। যে কোনো বিষয় নিয়ে গভীর ভাবে ভাবতে পারেন। খুব ভাল রূপরেখা তৈরি করতে পারেন। তাকে বোঝা সহজ নয়।’ সূত্র: এনডিটিভি এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM