বিনোদন ডেস্ক: এবার এক তরুণী মডেলকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জানা গেছে, সেই অভিযুক্তের মেকআপ অ্যাকাডেমি রয়েছে, সেখানেই ওই তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই মডেলের অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছিল এফ আই আর। ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতিতার অভিযোগ, মঙ্গলবার বেলা পৌনে ১২টা সময় মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ অ্যাকাডেমিতে যান তিনি। পৌঁছনোর পরই ওই প্রতিষ্ঠানের মালিক তাকে বিবস্ত্র করেন বলে অভিযোগ।
শ্লীলতাহানির ঘটনা ঘটার পরই ওই মডেল স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রাথমিক তদন্তে শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। তরুণী মডেলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমএফ