নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে সাইফুল ইসলাম নামের এক এক যুবলীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।
তাঁরা হলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল মো. এনামুল হক।
সোমবার বিকেলে জেলা বিশেষ শাখার পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এতে নতুন ওসিকে নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পলাতক সাইফুল ইসলাম কলাউজান ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, অত্যাচার নিপীড়নসহ নানা অভিযোগে গতকাল রোববার সকালে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে থানা থেকে কৌশলে পালিয়ে যান ওই আসামি।
তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এমএফ