নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মতোই বিএনপি দখলদারিত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নুর বলেন, বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। একইসঙ্গে আওয়ামী লীগের মতো দখলদারিত্ব কায়েম করছে দলটি।
‘এ অবস্থায় আলোচনা না করে বিএনপির সঙ্গে জোট নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে যেতে চায় গণঅধিকার পরিষদ’, যোগ করেন নুরুল হক নুর।
ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন খাতে না নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে এসব বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথাও বলেন গণঅধিকার পরিষদের সভাপতি।
এ ছাড়া ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তত ২ বছর সময় দেয়া উচিত বলেও মনে করেন তিনি। সেক্ষেত্রে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামোকে পরিবর্তন করে এর সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দেন নুর।
একে