রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বন্ধ রয়েছে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনার শুরু।

এক শিক্ষার্থীর দেওয়া তথ্যমতে, পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান।

পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

এ ঘটনা লাইভ সম্প্রচার করার সময় শিক্ষার্থীদের ছোঁড়া ইট এসে মাথায় লাগলে ফারদিন আলম নামে ঢাকা ট্রিবিউনের এক সাংবাদিক গুরুতর আহত হন।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM