সোমবার | ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিকদলের আহ্বায়ক আটক

নিজস্ব প্রতিবেদক: সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে বলছেন শ্রমিকদলের লোকেরা। পরে আমরা ছাত্রদেরকে খবর দিলে তারা আমাদেরকে এসে রক্ষা করে।

শিক্ষার্থীরা বলেন, ‘শ্রমিকদলের লোকজন চাঁদা নেয়ার জন্য এসেছে। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা করে। চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছি। খুব শিগগিরই সেই তালিকাটি সেনাবাহিনীর কাছে দেবো। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team