মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একমাস পর ফিরলেন রাশমিকা, কোথায় ছিলেন তিনি?

বিনোদন ডেস্ক: গত এক মাস কোথাও দেখা যায়নি রাশমিকাকে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী ছিলেন না কোনো সামাজিক অনুষ্ঠান কিংবা সোশ্যাল মিডিয়াতে। অবশেষে আড়াল ভেঙেছেন এই সুন্দরী। জানালেন, দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

ইনস্টাগ্রামে রাশমিকা মান্দানা বলেন, ‘বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর সোশ্যাল মিডিয়ায় আসলাম; গত মাসে এখানে আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ আমি দুর্ঘটনার কবলে (ছোট) পড়েছিলাম। আমি সুস্থ হয়ে উঠছিলাম। চিকিৎসকরা বাড়িতে বিশ্রামে থাকতে বলেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আগের চেয়ে এখন ভালো আছি। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং কাজে ফেরার মতো অবস্থায় আছি। নিজের শরীরের যত্ন নেওয়াকে প্রাধান্য দিন। জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত। আমরা জানি না, আগামীকাল পৃথিবীতে থাকব কিনা। সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন।’

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team