নিজস্ব প্রতিবেদক: পদ্মার ইলিশ বিক্রিতে মাছ ব্যবসায়ীদেরও প্রবল আগ্রহ। কারণ মাছটি বিক্রি করে বেশ ভালোই লাভ হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি করা হয়। গত বছরও ১৩০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল।
তবে এবার পরিবর্তনশীল রাজনৈতিক পরিবেশে ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে ভারতের ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে মাছটি রফতানির জন্য় আবেদন জানিয়ে চিঠি দিয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। সেখানকার মানুষ চড়া দামে হলেও ইলিশ কেনার জন্য মুখিয়ে থাকেন। পদ্মার ইলিশ বিক্রিতে মাছ ব্যবসায়ীদেরও প্রবল আগ্রহ। কারণ মাছটি বিক্রি করে তাদের বেশ ভালোই লাভ হয়।
এদিকে গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আখতার বলেন, “দুর্গাপূজা উপলক্ষ্যে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদিপশু লালন-পালনের সঙ্গে জড়িত।’
উপদেষ্টা আরও বলেন, “দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায়, তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।” এআরএস