রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

আইফোন ১৬ সিরিজকে টেক্কা দিতে হুয়াওয়ে আনল তিন ভাঁজের ফোন

আন্তর্জাতিক ডেস্ক: আইফোন ১৬ উন্মোচনের কয়েক ঘণ্টার মধ্যে গত মঙ্গলবার বিশ্বের প্রথম ট্রাই–ফোল্ড (তিন ভাঁজযোগ্য) স্মার্টফোন ‘মেট এক্সটি আল্টিমেট’ উন্মোচন করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিযোগিতা তৈরি করেছে চীনের এই টেক জায়ান্ট। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্র ও বেইজিংয়ের মধ্যে প্রযুক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে হুয়াওয়ে কোম্পানি। গত মাসে মেট ৬০ প্রো এবং মেট এক্স৫-এর মতো অত্যন্ত জনপ্রিয় মডেল বাজারে এনেছে হুয়াওয়ে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার পরেও আয় ও লাভে দ্বিগুণ বেড়েছে হুয়াওয়ের।
মেট এক্সটি স্মার্টফোনটি ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে। গত শনিবার অনলাইনে বিক্রি শুরু হওয়ার পর ফোনটির ৩৭ লাখ প্রিঅর্ডার করা হয়েছে। ফোনটির বেস সংস্করণটির দাম ২ হাজার ৮০০ ডলার।
হুয়াওয়ের কনজিউমার বিজনেসের চেয়ারম্যান রিচার্ড ইউ লাইভ উন্মোচন অনুষ্ঠানে বলেন, স্মার্টফোনটি বিকাশে পাঁচ বছর সময় লেগেছে, যা স্ক্রিন এবং হিঞ্জ প্রযুক্তিতে ‘মাইলফলক’ সৃষ্টি করেছে।
তিনি আরও দাবি করেন, ‘হুয়াওয়ে মেট এক্সটি বিশ্বের প্রথম ট্রাই–ফোল্ড স্মার্টফোন এবং বিশ্বের সবচেয়ে বড় ও পাতলা ফোল্ডেবল হ্যান্ডসেট। আমরাই প্রথম যারা আউটওয়ার্ড ফোল্ডিং (ভেতরের দিকে ভাঁজযোগ্য) (স্মার্টফোনে) অর্জন করেছি এবং বিশ্বের প্রথম যারা কোনও ফাঁক ছাড়াই ইনওয়ার্ড-ফোল্ডিং (বাহিরের দিকে ভাঁজযোগ্য) ফোন তৈরি করেছি।’
ভাঁজ খুললে স্মার্টফোনটির ডিসপ্লে ১০ দশমিক ২ ইঞ্চি হবে এবং এটি কালো ও লাল রঙে পাওয়া যাবে।
গত মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী অ্যাপল আইফোন ১৬ সিরিজসহ নতুন কিছু পণ্য উন্মোচনের কয়েক ঘণ্টা পরেই হুয়াওয়ে এই ফোন বাজারে ছাড়ে। এবার আইফোনের আকর্ষণীয় ফিচার হলো এর কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ফিচারটি আইফোন ১৬ কিনতে গ্রাহকদের উদ্বুদ্ধ করবে বলে আশা করছে অ্যাপল।
তিনবার ভাঁজ হবে এই ফোল্ডেবল স্মার্টফোন, থাকতে পারে ১০ ইঞ্চির ডিসপ্লেতিনবার ভাঁজ হবে এই ফোল্ডেবল স্মার্টফোন, থাকতে পারে ১০ ইঞ্চির ডিসপ্লে
বাজার গবেষণা কোম্পানি ক্যানালিসের রিসার্চ ম্যানেজার অ্যাম্বার লিউ বলেন, হুয়াওয়ের দ্রুত ফোনের উন্মোচন চীনে অ্যাপলের বিক্রিকে ‘সরাসরি চ্যালেঞ্জ’ করে। চীন অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার, যা তাদের বিশ্বব্যাপী সরবরাহের ২০ শতাংশেও এরও বেশি অংশের প্রতিনিধিত্ব করে।
এই ঘটনাটি এমন সময়ে হয়েছে যখন চীনা স্মার্টফোন নির্মাতারা প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে দেশীয় বাজারে শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে, যার ফলে অ্যাপল ষষ্ঠ স্থানে চলে গেছে।
অ্যাম্বার লিউ আরও বলেন, ‘হুয়াওয়ে এবং অ্যাপলের পণ্য উন্মোচনের কাছাকাছি সময়সূচি চীনের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন একটি প্রতিযোগিতামূলক যুগের সূচনা করেছে।’
অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬-এ চ্যাটজিপিটি-এর মতো সৃজনশীল এআই ব্যবহার করে ব্যবহারকারীরা প্রাকৃতিক ভাষার নির্দেশনার মাধ্যমে টেক্সট এবং চিত্র তৈরি করতে পারবেন। তবে মেট এক্সটি-তে কোনো এআই ফিচার অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয়।
কাউন্টারপয়েন্ট রিসার্চের স্মার্টফোন ফোল্ডেবল বিভাগের সিনিয়র অ্যানালিস্ট জেন পার্ক বলেছেন, কোম্পানিটি স্পষ্টভাবে বৃহত্তর ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারে মনোযোগ দিচ্ছে।
জুন মাসে ইউ বলেন, হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিক্রি ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও শীর্ষে ফিরে আসতে চেষ্টা করছে হুয়াওয়ে।
মার্কিন নীতিনির্ধারকেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে হুয়াওয়ে। কোম্পানিটির বিভিন্ন টুল ব্যবহার করে গুপ্তচরবৃত্তি করতে পারে চীনা সরকার। তবে কোম্পানিটি বারবার অভিযোগগুলো অস্বীকার করেছে। এ ছাড়া যুক্তরাজ্য ৫জি নেটওয়ার্ক নির্মাণে হুয়াওয়ের ভূমিকা সীমিত করতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে গুগল এর মতো কোম্পানিগুলো হুয়াওয়ের নতুন ডিভাইসগুলিতে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সংস্করণ সরবরাহে বাধা পায়। সীমাবদ্ধতাগুলো চীনা কোম্পানির উচ্চাকাঙ্ক্ষাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এখন কোম্পানিটি আবারও শীর্ষে ফিরে আসার চেষ্টা করছে। পাশাপাশি এটি নতুন ব্যবসায়িক ক্ষেত্রেও প্রবেশ করছে। গত বছর টেসলার মডেল এস-এর প্রতিযোগী হিসেবে একটি বৈদ্যুতিক সেডান বাজারে এনেছে হুয়াওয়ে। সেই সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়েও তাদের বিশাল আগ্রহ রয়েছে।

আরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM