মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানার আগুন দিলো আন্দোলনরত শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে আগুন দিয়েছেন শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিগবস নামে একটি ফ্যাক্টরির গোডাউনে পার্শ্ববর্তী কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে কোম্পানির গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে। দুপুর পৌনে ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছুতে পারেনি।
স্থানীয়রা জানান, একটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পথে শ্রমিকরা ভাঙচুর করে। ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি। দুপুর ১২টার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করায় তারা ফিরে গেছেন। তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।
কাশেমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team