শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রেণীকক্ষে বসে গাঁজা সেবন করছে দপ্তরি, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুনায়েদ মিয়ার শ্রেণিকক্ষে গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটির সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার এলংজুড়ী ইউনিয়নের বড়হাত কবিলা গ্রামের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার ছেলে জুনায়েদ মিয়া ২০১৪ সালে বড়হাত কবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে যোগদান করেন। যোগদানের পর থেকে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রায়ই গাঁজা ও ইয়াবা সেবন করতেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান তার বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিবাদ করলেই হুমকি ও ধামকি ও মারধরের ঘটনা ঘটতো। জুনাইদের বেপরোয়া হওয়ার পিছনে দায়ি এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেলের ছোট ভাই বাইজিদ ভুইয়া।

সম্প্রতি বিদ্যালয়ের সুসজ্জিত প্রাকপ্রাথমিকের শ্রেণি কক্ষে বসে নির্দ্বিধায় গাঁজা ও ইয়াবা সেবন করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে দপ্তরি জুনায়েদ মিয়ার সাথে কথা হলে ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন ভিডিওটি এডিট করা।

বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার জানান, ভিডিওটি তিনি দেখেননি। এমন কাজ করে থাকলেও স্কুল সময় করেনি, হয়তো স্কুল সময়ের পরে করেছে। যদিও করে থাকে তাহলে তাকে সাবধান করে দিবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কাজ মেনে নেয়া যায়না। যদি এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team