বরিশাল প্রতিনিধি: বরিশালে ডাক বিভাগের কার্যালয় চত্বরে মিলছে একের পর এক গ্রেনেড। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর নিউ সার্কুলার রোড ফরেস্টার বাড়ি পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রোসেসিং সেন্টারের চত্বর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে। এর আগে গত সোমবার একই স্থান থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছিলো পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে চত্বরের ঘাস কাটতে গিয়ে গ্রনেডটি দৃশ্যমান হয়। পরে কর্তৃপক্ষ ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। এর আগেও একইভাবে আরেকটি গ্রেনেড পাওয়া গিয়েছিলো।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার নাফিজুর রহমান জানান, তারা গ্রেনেডটির সন্ধান পেয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এসে এটি উদ্ধার ও ডিসপোজ করবে। এখনই বলা যাচ্ছে না এটা কি ধরণের গ্রেনেড।
তিনি আরও জানান, এর আগে যে গ্রেনেডটি পাওয়া গিয়েছিলো সেটি টিয়র শেল হ্যান্ড গ্রেনেড ছিলো। তবে সেটি পুলিশের ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এখানে কেন গ্রেনেডগুলো মিলছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আজকে পাওয়া গ্রেনডটি কি ধরণের গ্রেনেড সেটি বোম্ব ডিসপোজাল টিম বলতে পারবে।