নিজস্ব প্রতিবেদক: সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ জাহাঙ্গীর জমাদ্দার গ্রেপ্তার হয়েছেন। ঢাকার মগবাজার থেকে বুধবার তাকে গ্রেপ্তারের কথা জানান র্যাবের সহকারী পরিচালক এএসপি ফয়জুল ইসলাম।
র্যাব এক বার্তায় জানিয়েছে, মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এমএফ