স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বিপিএলের আগেই এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর মাঠে গড়াবে, এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।
গতকাল গণমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘এবারের নতুন এনসিএলে টি-টোয়েন্টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপিএল ছাড়া আমাদের আসলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না। এটা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএলের আগে এনসিএলের দীর্ঘ সংস্করণের পরে এই টুর্নামেন্টটা হবে।’
জাতীয় ক্রিকেট লিগ কেন টি-টোয়েন্টি সংস্করণ নেই তার ব্যাখ্যা দিয়ে রাজ্জাক বলেন, ‘এটা কিন্তু বিপিএলের অনুশীলন ম্যাচ না। এটা আলাদা একটা টুর্নামেন্ট। এটা জাতীয় দলের কথা চিন্তা করে আয়োজিত হবে। যাতে আরও বেশি টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড় তৈরি হতে পারে, খেলাটার পদ্ধতি জানতে পারে।’
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ৮ দল নিয়ে হবে ২৯ ম্যাচের এই আসর। টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে। দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে। এআরএস