সোমবার | ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত: সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। অল্প সময়েই নাটকে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরব ছিলেন সাদিয়া।

ছাত্রদের পক্ষ নিয়ে একাধিক ফেসবুক পোস্ট দিতে দেখা যায় তাকে। এ সময়ে শুটিং থেকেও দূরে ছিলেন সাদিয়া। অভিনয়ে ফিরে ‘পুতুল পুতুল খেলা’ নাটকের কাজ শেষ করেছেন এই সুন্দরী। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি।

সাদিয়া আয়মান বলেন, আন্দোলন ও বন্যার কারণে দেশের পরিস্থিতি ভালো ছিল না। এজন্য কাজ করিনি। সম্প্রতি ফাহমি ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে। ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলায় ধকল পোহাতে হয়েছে সাদিয়াকে। সেসবের অবশ্য তোয়াক্কা করেননি তিনি।

সাদিয়া আয়মান বলেন, সে সময় লেখালেখির কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত। মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে। এআরএস

 

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team