আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কর্তৃপক্ষ বুধবার (১১ সেপ্টেম্বর) চার’শ এর বেশি শিশু, কিশোর-কিশোরীকে উদ্ধার করেছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় শিক্ষক উস্তাদসহ ১৭১ ব্যক্তিকে। সন্দেহভাজন এসব শিক্ষাপ্রতিষ্ঠান নিষিদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল। ২০টির বেশি এসব প্রতিষ্ঠান সুপরিচিত একটি ইসলামিক ব্যবসায়িক সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
দাতব্য প্রতিষ্ঠানগুলোতেই যৌন নির্যাতনের শিকার হয়েছে এসব শিশু, এমনটি জানিয়েছেন শীর্ষ পুলিশ কর্মকর্তা। দেশটির দুটি রাজ্যে ২০টির বেশি প্রতিষ্ঠানে একযোগে অভিযানের সময় ‘উস্তাজ’ বা ইসলামিক ধর্মীয় শিক্ষকসহ ১৭১ জন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়, জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন হোসেন বলেছেন।
অবহেলা, অপব্যবহার, যৌন হয়রানি-নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে গত মাসে জমা দেয়া প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২০১ জন ছেলে এবং সমান সংখ্যক মেয়ে রয়েছে। এদের বয়স এক থেকে ১৭ বছরের মধ্যে। রাজারুদিন এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন। খবর রয়টার্স।
তবে প্রতিবেদনগুলো কে লিখেছেন, তা তিনি বলেননি। বাড়িগুলো সবই গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেসের (জিআইএসবি) মাধ্যমে পরিচালিত ছিল, জানিয়েছেন রাজারুদিন।
বুধবার সন্ধ্যায় একটি বিবৃতিতে জিআইএসবি যৌন নির্যাতনের এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে এটি এসব দাতব্য প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে না। ইসলামী এবং জাতীয় আইনের বিরুদ্ধে এমন কর্মের পরিকল্পনা করা এবং পরিচালনা করা আমাদের নীতির মধ্যে নেই।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা একটি পুলিশ প্রতিবেদন দাখিল করবে এবং তদন্তের দাবি করবে।