বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের রিজার্ভ ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন গণমাধ্যমকে বলেন, মরদেহগুলো বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।