বিনোদন ডেস্ক: নিজের পরবর্তী সিনেমাতেও অ্যাকশন হিরো হয়েই ফিরছেন শাহরুখ খান, এমন কথাই শোনা যাচ্ছিল। সামনে সুজয় ঘোষের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করবেন তার মেয়ে সুহানা খানের সঙ্গে। তবে এতে অ্যাকশন হিরো হিসেবে থাকছেন না তিনি, এমনটাই জানিয়েছেন খোদ শাহরুখ। সদ্যই লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান।
এরপরই তিনি ভ্যারাইটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে আপডেট দেন। জনান বর্তমানে এই সিনেমা আন্ডার প্রোডাকশনে রয়েছে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন এটি ধুন্ধুমার কোনো অ্যাকশন চলচ্চিত্র নয়, বরং অনেক বেশি ইমোশনাল এবং কুল একটি সিনেমা হবে যা সবাই উপভোগ করতে পারবে।
শাহরুখ বলেন, ‘এই সিনেমার নাম কিং।
এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি অ্যাকশন চলচ্চিত্র হলেও খুবই আকর্ষণীয় হতে চলেছে। কারণ এটি একটি কুল, ইমোশনাল গল্প নিয়ে আসবে যা সবার ভালো লাগবে। আমি গত ৭-৮ বছর ধরে এমন একটা সিনেমা করতে চাইছিলাম।
তখনই ভাবলাম সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই সিনেমা বানাতে পারবেন।’
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকেও। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।