সোমবার | ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খোলামেলা পোশাকে নজর কাড়লেন জেসিয়া

বিনোদন ডেস্ক: নাটক, সিনেমা কিংবা মডেলিং—সব জায়গাতেই পা রেখেছিলেন জেসিয়া ইসলাম। তবে কোথাও শক্ত অবস্থান তৈরি করতে পারেননি তিনি। ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আসরে বিজয়ীর মুকুট পড়েছিলেন জেসিয়া। যদিও সেই আয়োজন নিয়ে রয়েছে নানান বিতর্ক। সেরা সুন্দরী খেতাব পেয়েও ক্যারিয়ারে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জেসিয়া। বারবার ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় হয়েছেন বিতর্কিত। এখন মাঝে মধ্যে মডেলিং করেন তিনি। পাশাপাশি সময় দেন ইনস্টাগ্রামে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানান ভিডিও-ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন জেসিয়া। বর্তমানে ইনস্টা অ্যাকাউন্টে ১৩ লাখের বেশি অনুসারী রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।

ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে— একটি সুইমিংপুলের পাশে বিকিনি পরে খোশ মেজাজে ধরা দিয়েছেন জেসিয়াকে। এরই মধ্যে ছবিটিতে সাড়ে ১৮ হজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। বেশিরভাগ মন্তব্যেই তার খোলামেলা রূপের প্রশংসার ঝড় উঠেছে কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, মডেলিং-নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন জেসিয়া। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘দরদ’ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। অন্যটি ‘মাসুদ রানা-৯’ সিনেমায় এজেন্টের চরিত্রে দেখা গেছে জেসিয়াকে।

একে

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team