বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবে লোডশেডিং কমবে, জানালেন পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, লোডশেডিংয়ের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। আগামী দু-তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের পরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন শেষ করে দেশে ফিরলেই ৬টি কমিশনের পূর্ণাঙ্গ রূপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক চলে।

বৈঠকে ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। এ ছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team